মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন উপলক্ষে সকাল ১১টায় উপজেলা চত্ত¡রে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্ব অনুষ্ঠিত আালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী প্রমুখ। এছাড়াও সভায় উপজেলা মৎস্য কর্তকর্তা মোঃ নাহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুন নবী চৌধুরী জামান, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটর মোঃ জসিম উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা স্থানীয় সরকারের নানা সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। মেলায় প্রতিটি সরকারী দপ্তর স্টল দিয়েছে । এসময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, সকল সরকারী দপ্তরের প্রধান এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।