শনিবার , ১৫ জুন ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বাস্কেটবল লীগ শুরু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৫, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ

দিনাজপুরে ১২ দলের অংশগ্রহনে বাস্কেটবল লীগ-২০২৩ শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার (১১ জুন ২০২৪) বিকেল সাড়ে ৫ টায় জিমন্যাসিয়াম সংলগ্ন বাস্কেটবল মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি বলেন, দিনাজপুরে প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। তারা তাদের ক্রীড়া নৈপুন্য দেখিয়ে দিনাজপুর জেলাকে জাতীয় পর্যায়ে তুলে ধরবে। এই আশা করি। সেই সাথে জাতীয় পর্যায়ের পদক এনে দিবে। তিনি বলেন, শুধু বাস্কেটবলই নয়, অন্যান্য যেকোন খেলাধুলায় এগিয়ে থাকবে দিনাজপুর।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান।
এছাড়া জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও বাস্কেটবল উপ কমিটির আহবায়ক মো. আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারি বাবু, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, মো. আনোয়ারুল ইসলাম, শাহীন পারভেজ, আবু শাহীন, জেলা ক্রীড়া অফিসার মো. আরিুফুজ্জামানসহ খেলোয়াড়বৃন্দ।
বাস্কেটবল উপ কমিটির আহবায়ক মো. আসলাম হোসেন জানান, বাস্কেটবল লীগ-২০২৩ এ ১২ টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হচ্ছে- বাস্কেটবল একাডেমি, সানরাইজ, ইনডিপেন্ডেট ক্লাব, অগাস্টিন ক্লাব, বাস্কেটবল লাভার্স, বাস্কেটবল ফাউন্ডেশন, নেপচুন ক্লাব, অভিযাত্রী ক্লাব, ফিউচার ইলাভেন, ওরিয়েন্ট ক্লাব, কসবা বাস্কেটবল ক্লাব ও বাস্কেটবল ফ্রেন্ডস।
মঙ্গলবার (১১ জুন) উদ্বোধনী দিনে বাস্কেটবল একাডেমি বনাম সানরাইজ, অগাস্টিন ক্লাব বনাম বাস্কেটবল লাভার্স এবং কসবা বাস্কেটবল ক্লাব বনাম বাস্কেটবল ফ্রেন্ডস এর খেলা অনুষ্ঠিত হয়। রেফারি ছিলেন সুনীল, পাপ্পু, রানা, মিম ও আব্দুর রহিম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সেবা না পেয়ে ডিসি অফিসের হেল্পডেস্ক ভাঙচুরের অভিযোগ

দীর্ঘ বিরতির পর পীরগঞ্জে নতুন করে একজন করোনায় আক্রান্ত

বীরগঞ্জে সজনার ডাল রোপন কর্মসূচীর উদ্বোধন

রাণীশংকৈলের রাজবাড়িটি দ্রুত সংস্কার করে যাদুঘর করা হবে — মহাপরিচালক সাবিনা আলম

ফেনীতে পুলিশ-যুবক হাতাহাতি, ৩ পুলিশ সদস্য ক্লোজড

আটোয়ারীতে মৌলভী শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিনব কৌশল ফাঁস

পঞ্চগড়ে প্রতারকদের কাছ থেকে উদ্ধার করা তক্ষক, অবমুক্ত করা হল বন বিভাগে

আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের অভিযোগে নারী ইউপি সদস্য আটক

দিনাজপুরে মোশান ভিউ মোবাইলের আউটলেট চালু হ্যালো রেনেসাঁ শপে

দিনাজপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ