পীরগঞ্জ ঃ পীরগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতারুরজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকালে বার্ধক্য জনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বিকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে উপজেলার কাচন ডুমুরিয়ায় পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে ঠাকুরগাঁও- ৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মেহের এলাহী, সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।