বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে এলজিইডি এর বাস্তবায়নে সড়ক ও জনপদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ কোটি ৫ লক্ষ ৫ লক্ষ টাকা ব্যায়ে সড়কের সংস্কারকাজে স্কেরিফাই করে কার্পেটিং ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর দুপুরে বীরগঞ্জ উপজেলার সরকারি কলেজ মোড় হতে গোলাপগঞ্জ গামী রোডের সড়ক উদ্বোধন করেন যৌথভাবে নিজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস ও মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।
এ সময় উপজেলা প্রকৌশলী জিবরীল আহমাদ, উপজেলা এসএই উপ-সহকারী মোঃ হাসিনুর রহমান, সাব ইঞ্জিনিয়ার মোঃ রাজিউল ইসলাম, কার্য সহকারী মোঃ মোজাম্মেল হক ও মোঃ নাজমুল হুদা, নওগাঁর ইথেন ইন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আজাদ আলী ও আবু ওবাইদা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইথেন ইন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আজাদ আলী জানান, জনস্বার্থে জরুরি ভিত্তিতে ৪০এমএম কার্পেটিং, ৯.৩৫০ মিটার সড়ক ও রাস্তার প্রস্থ ১৮ ফুট এবং ৯০০ মিটার ড্রেনের কাজ বাস্তবায়ন করা হবে।