বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রায়সায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদ এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত ৩০০ পাটচাষীদের মাঝে বিনামূল্যে ১কেজি করে পাট বীজ ও ইউরিয়া ৬ কেজি, টিএসপি ৩ কেজি ও পটাশ ৩ কেজি করে রায়সায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, জেলা পাট উন্নয়নের উপ-সহকারী হিরা চন্দ্র, মরিচা ইউপি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, মরিচা ইউনিয়নের আ.লীগের সভাপতি মো. ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন ।উল্লেখ্য যে, উপজেলার ১৮০০ কৃষকের মাঝে পাট বীজ ও রায়সায়নিক সার বিতরণ করা হবে।