পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তারুণ্যে উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার আয়োজনে পৌর অডিটোরিয়ামে আয়োজিত উৎসবে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালার হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম। এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।