বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

তারুন্যের মেলায় দিনাজপুরে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ শুভসংঘের

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৫, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ্এই শ্লোগান নিয়ে দুইদিনব্যাপী তারুন্যের মেলায় বসুন্ধরা শুভসংঘের স্টলে উপচেপড়া ভীড় লক্ষনীয়।
মঙ্গলবার দিনাজপুর সরকারী কলেজ প্রাঙ্গনে তারুন্যের মেলার শেষদিনে বসুন্ধরা শুভসংঘের স্টলে বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের আনাগোনায় মুখর ছিল।
মেলায় প্রকৃতি বিনষ্টকারী প্লাস্টিক জমা দিন বিনিময়ে গাছের চারা নিন, সময়ে অসময়ে প্লাস্টিক দিন-পয়সা ছাড়া চারা নিন, সামাজিক কাজে শ্রম দিন বসুন্ধরা শুভসংঘে যোগ দিন এই শ্লোগানে সবাই ভীড় করে বসুন্ধরা শুভসংঘের স্টলের সামনে। সবার মাঝে বেশ সাড়া ফেলে। পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগিয়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার ব্যতিক্রমী এক উদ্যোগ।
মেলার বসুন্ধরা শুভসংঘের স্টলে প্লাস্টিকের বোতল কিংবা পলিথিন জমা দিলে বিনিময়ে মানুষ পায় একটি করে গাছের চারা। কেউ পেয়েছে ফলের গাছের চারা, কেউ ফুলের, আবার কেউ ঔষধি গাছ।
চারাগাছ হাতে পেয়ে কয়েকজন বলেন, প্লাস্টিক জমা দিয়ে এমন কিছু পাব ভাবিনি। গাছটিকে যতœ করে বড় করব, যেন আমার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সবুজ হয়। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এভাবে গাছের গুরুত্ব যেমন বুঝবে, তেমনি প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমাতেও উদ্বুদ্ধ হবে। এদিকে, গাছের চারা বিতরনের পাশাপাশি ভালো কাজে এগিয়ে আসতে চাইলে শুভসংঘের নতুন সদস্য করে নেয়া হচ্ছে।
বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারী কলেজ শাখার সভাপতি মোঃ সপন আলী জানান, প্লাস্টিক অত্যন্ত ক্ষতিকর। এটি পচঁতে ৩শ-৪শ বছর লাগে। তাই প্লাস্টিকের বোতলসহ রিসাইক্লিন করে আনলে আমরা একটি গাছের চারা দিচ্ছি।পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তাদের হাতে গাছের চারা তুলে দেওয়াই আমাদের উদ্দেশ্য।
বসুন্ধরা শুভসংঘের সরকারি কলেজ শাখার উপদেষ্টা শেখ মাহতাবুল হক বলেন, তারুণ্যের মেলায় শুভসংঘের এই উদ্যোগ আমাকে খুব ভালো লেগেছে। প্লাস্টিক রিসাইকেল আমাদের পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা সকলেই প্লাস্টিক রিসাইকেল করে একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করতে পারি।
এসময় বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারী কলেজ শাখার নভাপতি মোঃ সপন আলী, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি অরুপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাহবুবউর রহমান, নাসেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রোকোনুজ্জামান রিদয়, নারী বিষয়ক সম্পাদক মোছাঃ লিমা আক্তার প্রমুখ শুভসংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কোপার ফাইনালে আর্জেন্টিনা

অন্য উপজেলা থেকে আত্মীয় স্বজনদের এনে প্রশিক্ষণ দিচ্ছিলেন পাট কর্মকর্তা

পরকিয়ায় বাধা দেওয়ায় ভগ্নিপতির লাঠির আঘাতে বড় শ্যালকের মৃত্যু

​ ভারতকে গুড়িয়ে রেকর্ড, সিরিজ জয় শ্রীলঙ্কার

রাণীশংকৈলে বন্ধ হচ্ছেনা শিশুশ্রম

ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে ব্যাপক প্রস্তুতি

বীরগঞ্জের শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৭ জন অবরুদ্ধ

পার্বতীপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা

ঠাকুরগাঁওয়ে গম বীজ উৎপাদন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ

ভগ্ন নেতৃত্বে রুগ্ন বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ হতে পারেনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি