চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চাকুরির ভাইভা পরীক্ষা দেবার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা ওরফে আনার (২২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সড়ক দুর্ঘটনাটি গতকাল ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার রানীরবন্দর-খানসামা সড়কের গোয়ালডিহি ইউনিয়নের পুরানদিঘীর মোড় নামক স্থানে ঘটেছে। নিহত সোহেল রানা ওরফে আনার ওই ইউনিয়নের তেলীপাড়ার রসুন ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা ওরফে আনার মোটরসাইকেল যোগে নিলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানীর চাকুরির ভাইভা পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে পুরানদিঘির মোড় নামক স্থানে পৌঁছলে ঘনকুয়াশার কারণে দেখতে না পেয়ে বিপরীতদিক থেকে আসা রসুনবাহী একটি ব্যাটারিচালিত রিকশাভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আনার মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।