আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রামপুর বাজারের গড়ে উঠা অবৈধ স্থাপনা ১৫০টির মত হোটেল ও দোকান ঘর স্কবেটর দিয়ে ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হয়।
বুধবার (২৪ মার্চ) দিনভর এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা।
উচ্ছেদ অভিযান চলাকালে সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম, ভূমি অফিসের কর্মচারি থানা পুলিশ, গ্রাম্য পুলিশ ও ফায়ার সার্ফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম জানান, উপজেলার রামপুর বাজারে এক একর ৫৫ শতাংশ জমিতে ১৫০টির মত কাঁচা পাকা হোটেল ও দোকান ঘর সরকারি নীতিমালা বহির্ভূত ভাবে রাজস্ব কর ফাঁকি দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছিলেন।
অবৈধ্য স্হাপনা সরাতে তাদের বারবার নোটিশ করার পরও অবৈধ্য দখলদাররা হোটেল ও দোকান ঘর অপসারন করেননি।
জেলা প্রশাসকের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা এ অবৈধ্য দখল উদ্ধার করতে এ অভিযান পরিচালনা করেন।
সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা জানান, রামপুর বাজারের এক একর ৫৫ শতক জমি অবৈধ্য ভাবে দখল করে স্থাপনা নির্মান করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন । এতে তারা সরকারকে রাজস্ব আয় হতে ফাঁকি দিতেন। অবৈধ্য দোকানপাট স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বারবার লিখিত নোটিশসহ বলা হয়েছে । অবৈধ্য দখলদারিত্ব ছাড়তে না চাইলে আইনগত ভাবে সরকারি নিয়মনীতি অনুযায়ী গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, কিছুদিনের মধ্যেই সুন্দর সুনিদির্ষ্ট ভাবে এই রামপুর বাজারটিকে চান্দিনা ভিটি এবং তোহা বাজার হিসেবে দুটি অংশে সাজানো হবে। যারা এ বাজারের প্রকৃত দোকানদার তাদের ঘরের জমি রবাদ্দের জন্য সুপারিশ পাঠানো হবে।