পঞ্চগড় প্রতিনিধি\ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী পালন করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। সংস্থাটির পঞ্চগড় এরিয়া ও দিনাজপুর জোনের উদ্যোগে র্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থ, দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। আলোচনা সভা এবং দুস্থ, দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব অনিরুদ্ধ কুমার রায়। এ সময় রিকের দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির, পঞ্চগড় এরিয়ার এরিয়া ম্যানেজার আব্দুল মালেক প্রামানিক শামীম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের প্রবীণ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে প্রায় দুইশ জন দুস্থ, দরিদ্র ও এতিম শিশুর মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়।