বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বোচাগঞ্জে নিমার্নাধীন মডেল মসজিদের কাজ হঠাৎ করেই বন্ধ থাকা কালীন মসজিদের বেশ কিছু সংখ্যক রড প্রকাশ্য নিয়ে যাওয়ার সময় তা আটক করে স্থানীয় জনতা।
গত মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে সেতাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র স্কুলরোডে নির্মানাধীন বোচাগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের কাজ বন্ধ থাকাকালীন সময়ে ঠিকাদারের লোকজন বেশ কিছু সংখ্যক রড একটি ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তা আটক করে প্রশাসনকে খরব দেয়। পরে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে আটককৃত রডগুলো পুনরায় মসজিদের ভিতরে রেখে দেয়।
ঠিকাদার লোকজন জানায়, রডগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকায় তা নষ্ট হয়ে যাচ্ছিল তাই তারা রডগুলো অন্যত্র নিয়ে যাচ্ছিল। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান সাজিন কন্ষ্ট্রাকশন মূল ঠিকাদার হলেও সাব ঠিকাদার হিসেবে কাজ করেন মোর্শেদ চৌধুরী।
তিনি জানান, মূল ঠিকাদার তাকে একটি চেক দিয়ে কিন্তুু টাকা তুলতে না পারার কারনে তিনি কাজ করতে পারছেন না। টাকা পেলে পুনরায় কাজ শুরু করবেন। গনপূর্ত বিভাগের তত্বাবধানে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে বোচাগঞ্জ মডেল মসজিদের কাজ শুরু হয় গত ৪ নভেম্বর-২০২৩ সালে। এ বিষয়ে দিনাজপুর জেলা গনপূর্ত বিভাগের এসডি শহিদুজ্জামানের সাথে মুঠোফনে যোগযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।