শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নিম গাছের চারা রোপণ কর্মসূচী পালন করা হয়।
সোমবার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নিম গাছের চারা রোপণ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যাহ।
নিম গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন শেষে জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ সহযোগী প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবীর, জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক আবু তাহের আবু, ডাঃ মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবীর, হাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর ড. মো. আবু হাসান, হাবিপ্রবি’র শিক্ষক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট এর পরিচালক ডা. সুদা রঞ্জন রায়, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, হাসপাতালের ম্যানেজার এএসএম আক্তার শামীম, সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার সৈয়দ সফিকুর রহমান পিন্টু, হাবিপ্রবি’র শিক্ষক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।