শনিবার , ১ মার্চ ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদনে ফিরল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১, ২০২৫ ১১:০৪ অপরাহ্ণ

ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট ১৩ দিন বন্ধ থাকার পর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে তৃতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়। এর মধ্য দিয়ে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বিদ্যুৎ উৎপাদনে ফিরল।
এর আগে যান্ত্রিক ত্রæটির কারণে বন্ধ হওয়া ১ নম্বর ইউনিটটি চারদিন পর গত ২২ফেব্রæয়ারি বিদ্যুৎ উৎপাদন শুরু করে। বর্তমানে ১ ও ৩ নম্বর ইউনিট থেকে গড়ে ২৫০ মেগাওয়াট ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।
শুক্রবার রাতে চালু হওয়া ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও তা থেকে প্রতিদিন ১৮০-২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।একই সঙ্গে ১নম্বর ইউনিটটি ১২৫মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাসম্পন্ন হলেও তা থেকে ৬৫-৭০ মেগাওয়াট উৎপাদন হচ্ছে।
শনিবার সকালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবুবকর সিদ্দিক এর সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৭ফেব্রæয়ারি বিকেলে বয়লারে যান্ত্রিক ত্রæটির কারণে বন্ধ করে দেওয়া ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটটি ২২ ফেব্রæয়ারি চালু করা হয়। এর আগে ১৫ফেব্রæয়ারি তাপবিদ্যুৎ কেন্দ্রের সচল ৩ নম্বর ইউনিটটিও একই কারণে বন্ধ করে দেওয়া হয়। মেরামত শেষে শুক্রবার দিবাগত রাত ১০টা ৮ মিনিট থেকে বিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিটটি চালু করা হয়েছে। বর্তমানে এ দুটি ইউনিট থেকে গড়ে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এর ফলে লোডশেডিং কমে আসবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া খনি থেকে উত্তোলন করা কয়লা ব্যবহার করে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন করা হয়। বর্তমানে কয়লা মজুত রয়েছে ৩ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন। কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটে মোট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ইউনিট মিলে মোট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে ২৫০ মেগাওয়াট। ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাসম্পন্ন। এদিকে ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রæটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে চার বছর তিন মাস ধরে বন্ধ রয়েছে। শুধু সচল ছিল ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট, যা থেকে প্রায় ২৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ করা হয়। যান্ত্রিক ত্রæটির কারণে গত ১৫ ফেব্রæয়ারি ৩ নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। চালু ছিল শুধু ১ নম্বর ইউনিটটি। সেই ইউনিটে বয়লারে লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রæটি দেখা দেয়। পরে ১৭ ফেব্রæয়ারি ১ নম্বর ইউনিটটিও বন্ধ করা হয়। তাতে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম। বিদ্যুৎকেন্দ্রটি চার দিন পুরোপুরি বন্ধ থাকার পর মেরামত শেষে গত ২২ ফেব্রæয়ারি ১ নম্বর ইউনিট থেকে উৎপাদন শুরু করা হয়েছে। শুক্রবার রাত ১০টা ৮ মিনিটে তৃতীয় ইউনিট থেকেও উৎপাদন শুরু করা হয়। চালু থাকা ১ ও ৩ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করতে প্রতিদিন ২ হাজার ৬০০ মেট্রিকটন কয়লার প্রয়োজন হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফিস্টুলা মুক্ত করার লক্ষ্যে পঞ্চগড়ে নেটওয়াকিং সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে গ্রীন ভয়েসের উদ্যোগে খাদ্য সহয়তা কর্মসূচি

রাণীশংকৈলে বিশেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠান “সাহসী উচ্চারণ” অনুষ্ঠিত

দেশের জনগণের মুখে হাসি ফোটানোই শেখ হাসিনার লক্ষ্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে হাবিপ্রবিতে ফুড এক্সিবিশন

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১১ জনকে পুশ ইন করেছে বিএসএফ

পৌরসভা নির্বাচন ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী শরিফ

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃ-ত্যু

বোদা পৌরসভার নির্বাচন জমে উঠেছে

বীরগঞ্জে আসন্ন শাদরদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা