বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি\ পবিত্র রমজান মাসে দিনাজপুরের বোচাগঞ্জে এক টাকা লাভে প্রতিটি পন্য বিক্রি করছে এক ব্যবসায়ী প্রতিষ্ঠান। প্রয়োজনীয় পন্য কিনে স্বস্থি প্রকাশ করেছেন ক্রেতারা।
হাজারো ব্যবসায়ীদের চিন্তা চেতনাকে পিছনে ফেলে ২০০ প্রকারেরও বেশী প্রয়োজনী সামগ্রী মাত্র ১ টাকা লাভে বিত্রয় করছে ব্যবসা প্রতিষ্ঠান এস এ ট্রেডার্স।
বর্তমানে সেতাবগঞ্জ পৌর শহরে এস এ ট্রের্ডাস এর দোকানটি ১ টাকা লাভের দোকান বলে বেশী পরিচিতি লাভ করেছে।
দিনাজপুরের বোচাগঞ্জের এস এ ট্রেডার্সে পবিত্র রমজান মাসে শুরু করেছেন মাত্র ১ টাকা লাভে যে কোন পণ্য সামগ্রী বিক্রয়। যেমন সেমাই (খোলা) ৫৯টাকা ক্রয় ৬০টাকা বিক্রয়, দেশী বুট ৯৭টাকা ক্রয় ৯৮টাকা বিক্রয়, চিনি ১১৭টাকা ক্রয় ১১৮টাকা বিক্রয়, সোয়াবিন তৈল খোলা ১৮৬টাকা ক্রয় ১৮৭টাকা বিক্রয়, মুড়ি ৭২টাকা ক্রয় ৭৩টাকা বিক্রয় করাসহ নিত্যপ্রয়োজনী চাল, ডাল, তেল, লবনসহ সকল সামগ্রী ১টাকা লাভেই বিক্রয় করা হচ্ছে।
জলিল আলী নামে এক ক্রেতা বলেন, ১টাকা লাভের দোকানে পন্য কিনে অনেক শান্তি, কোন দাম দর করতে হয় না। অন্যান্য দোকানের চাইতে অনেক কম দাম।
রিক্সা চালক আমজাদ হোসেন বলেন, এরকম দোকান বারোমাস চালাইলে ভালো হয়, তাহলে জিনিসপত্র কিন্না ঠকুম না।
এস এ ট্রেডাসের স্বত্তাধীকারী মোঃ নাজমুল ইসলাম (সুমন স্যার) বলেন, হালাল ব্যবসাই হচ্ছে উত্তম ব্যবসা। আমি ১১ মাস হালাল ব্যবসা করে যে আয় রোজগার করেছি তা দিয়ে ১ মাস অর্থাৎ রমজান মাস চলতে পারবো ইনশাল্লাহ। তাই আমার ব্যবসা প্রতিষ্ঠানে ২০০ এর অধিক পণ্য সামগ্রী পহেলা রমজান হতে মাত্র ১ টাকা লাভে বিক্রয় করছি।