বৃহস্পতিবার বিকেলে পরিবার পরিকল্পনা সমিতির মিলনায়তনে বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে বন্ধন সোসাইটি-ডিটিসিএল জয়েন্ট ভেঞ্চার এর উদ্যোগে এবং দিনাজপুর উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে বাণিজ্য সহজীকরণ এবং এ সংক্রান্ত আইন ও বিধিবিধান বিষয়ে নারী উদ্যোক্তাদের ৬দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
নারী উদ্যোক্তাতে নিয়ে অনুষ্ঠিত ৬ দিন ব্যাপী প্রশিক্ষণে ২৭ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ অতিথিদের মাঝে সনদপত্র বিতরণ করেন দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। অনুষ্ঠানে দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জান্নাতুস সাফা শাহীনুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী। অনুষ্ঠানে ট্রেইনারের দায়িত্ব পালন করেন মোঃ রুহুল আমিন ও গোলাম মাওলা সোহাগ।