বোদা,পঞ্চগড় প্রতিনিধি\ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলার বোদা উপজেলা কমিটি ঘোষনা ও শপথ গ্রহন বৃহস্পতিবার বোদা উপজেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষনা করেন এবং কমিটির নব নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বোদা উপজেলা শাখার সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আলহাজ্ব আব্দুল জব্বার কে সভাপতি,মো, জান্নাতুল বারী মানিককে সেক্রেটারী ও এস এম মাওলানা রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট এবং ১০ জন নারী সদস্য সহ ৪৫ সদস্য বিশিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। এসময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটি ঘোষনা করার পর কমিটির নব নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাদ করা হয়। পরে কমিটির নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সেক্রেটারী মো, জান্নাতুল বারী মানিক ও সংগঠনিক সম্পাদক এস এম মাওলানা রবিউল ইসলাম বক্তব্য রাখেন।