শনিবার , ২২ মার্চ ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের বাজার কাহারোলে ঈদকে সামনে রেখে কাপড়ের মার্কেট গুলোতে উপচে পড়া ভীড়, নারী ক্রেতাদের সমাগম অনেক বেশি।

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২২, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলামান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতর বা ঈদ কে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। ঈদের দিন যত ঘুনিয়ে আসছে, কাপড়ের দোকান ও গার্মেন্টস দোকানগুলোতে ততই ভীড় বাড়ছে। দেখা গেছে, পুরুষ ক্রেতাদের চেয়ে নারী ও শিশু ক্রেতাদের সমাগম অনেক হারে বেশী মার্কেট গুলোতে। সকাল ১০ টার পর থেকেই রাত সাড়ে ৯ টা পর্যন্ত কাপড়ের মার্কেট গুলোতে কেনা-কাটায় ব্যস্ত সময় অতিবাহিত করছে ক্রেতা ও বিক্রেতারা। এদিকে কাহারোল উপজেলা সদর সহ ছয়টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার গুলো ঘুরে দেখতে গিয়ে জয়নন্দ বাজার ও বলেয়া বাজারে কাপড় ব্যবসায়ী জুয়েল এবং আরমানের সাথে কথা হলে তারা জানান, গত বছরের চেয়ে এবছর কাপড় ক্রেতারা তাদের পছন্দনীয় পোশাক ক্রয় করার জন্য দিনের বেলার চেয়ে রাতের বেশি ভীড় পরিলক্ষিত হচ্ছে এর ফলে বেচা-বিক্রিও অনেকটাই ভাল হওয়ায় মনের আনন্দে দোকানদারী করছি আমরা ব্যবসায়ীরা। কয়েকজন কাপড় ক্রেতার সঙ্গে কথা হলে তারা জানান, আমাদের বছরের প্রথম ঈদ হচ্ছে ঈদুল ফিতর। আর এই ঈদে পরিবারের ছোট বড় সবাই মিলে নতুন জামা ক্রয় করে থাকি প্রতিবছরই। কিন্তু গত বছরের চেয়ে এবছর পছন্দনীয় পোশাকের দাম অনেক হারেই বৃদ্ধি পেয়েছে। এর ফলে গরীব ও মধ্যবিত্তরা পোশাক ক্রয় করতে হিমসিম খাচ্ছে। এই ঈদকে সামনে রেখে গার্মেন্টস ও থান কাপড় ব্যবসায়ীরা গতবছরের লোকসান এবছর পুষিয়ে নেওয়ার আশা করছে অনেকেই। কাপড় ব্যবসায়ীরা ঈদ কে সামনে রেখে বিভিন্ন ডিজাইনের পোশাক দোকানের সামনে ক্রেতাদের আকর্ষণের জন্য টাঙ্গিয়ে রেখেছেন। কাহারোলে বর্তমানে ঈদ মার্কেট গুলোতে দিন দিন উপচে পড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। তবে এবার পুরুষ ক্রেতাদের চেয়ে নারী ও শিশু ক্রেতাদের সমাগম হচ্ছে ঈদের মার্কেটগুলোতে। অনেক ক্রেতা তাদের পছন্দের পোশাক ক্রয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী ক্রয় করতে দেখা যাচ্ছে। ঈদ কে সামনে রেখে কাহারোলের সর্বত্রই দিন দিন জমে উঠছে ঈদের বাজার। অপরদিকে কাহারোল উপজেলায় ঈদ কে সামনে রেখে অবিরাম ভাবে দর্জির দোকানগুলোতে চলছে পোশাক তৈরীর কাজ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে মাদকসহ চাচা ভাতিজা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২০০ বছরের পুরনো সূর্যাপুরি আম গাছটি মুকুলের সমারোহ

খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে অপরাধ কর্মকান্ড থেকে দুরে রাখা সম্ভব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়-হুইপ

বীরগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা কৃষকের মুখে আনন্দের হাসি

পীরগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে প্রদীপ প্রজ্বালন নিহতদের স্মরণে !

ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে পরিদর্শনে আসেন উপ-সচিব দেবী চন্দ্রা রায় ও অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে  পুলিশে ধরিয়ে দিলেন বাবা

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

সভাপতি শামশুদ্দীন – সম্পাদক শাহজাহান রাণীশংকৈলে অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন