পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ে পীরগঞ্জে আগুনে পুড়ে শুকরু বর্মন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি জাহ্ঙ্গীর আলম জানান, শনিবার রাতে উপজেলার বসন্তপুর গ্রামের মংলু বর্মনের ছেলে শুকরুর শয়ন ঘড় আগুনে পুড়ে যায়। এ ঘড়েই ঘুমিয়ে ছিলেন তিনি। ঘড়ের সাথে আগুনে পুড়ে তারও মৃত্যু হয়। পীরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায় ও মরদেহ উদ্ধার করে। ঘড়ের ভিতরে জ্বালিয়ে রাখা কেরোসিনের কুপি থেকে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। রবিবার সকালে পরিবারের পক্ষ হতে শুকরুর শেষ কৃত্য সম্পন্ন হয়।