পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহর থেকে যাত্রীবাহী মিনি বাস স্ট্যান্ড অপসারণের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ইজিবাইক চালকরা। শনিবার দুপুুরে পৌর শহরের পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু চত্ত¡র এলাকার সেতাবগঞ্জ ও বীরগঞ্জ রুটের প্রবেশদ্বারে প্রায় শতাধিক ইজিবাইক বেরিকেড দিয়ে এ কর্মসূচী পালন করেন তারা।
ইজিবাইক চালক নেতা মোজাম্মেল হক জানান, পীরগঞ্জ হতে বীরগঞ্জ হয়ে দিনাজপুর রুটের যাত্রীবাহী মিনিবাস গুলো গুয়াগাঁও স্ট্যান্ড এবং পীরগঞ্জ থেকে সেতাবগঞ্জ হয়ে দিনাজপুর রুটের বাঁশগাড়া স্ট্যান্ড থেকে ছেড়ে যেতো। এ সময় ওই দুই বাস স্ট্যান্ডের বাস যাত্রীরা ইজিবাইকের মাধ্যমে স্ট্যান্ডে আসা যাওয়া করতো। সম্প্রতি ওই দুইটি রুটের বাসস্ট্যান্ড সেখান থেকে সরিয়ে পীরগঞ্জ-রাণীশংকৈল পাঁকা সড়কের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় স্থানান্তরিত করা হয়। নতুন বাসস্ট্যান্ডটি পৌর শহরের কাছাকাছি এলাকায় হওয়ায় স্ট্যান্ডে যেতে যাত্রীদের এখন আর ইজিবাইকের প্রয়োজন হচ্ছে না। তারা পায়ে হেঁটেই চলাচল করছেন। এমনকি এক দুই কিলোমিটার দূরত্বের যাত্রীরাও বাসে চলাচল করছেন। এতে শহরে ইজিবাইকের যাত্রী আশংকাজনক হারে কমে গেছে। কম দূরত্বের যাত্রীদের বাসে তুলতে অটো চালকরা নিষেধ করলে বাস স্ট্যাফরা উল্টো তাদের মারপিট করছেন বলে অভিযোগ ইজিবাইক চালকদের। যাত্রী না পাওয়ায় ইজিবাইক চালকরা চরম বিপাকে পড়েছেন। তারা বাসস্ট্যান্ডটি পৌর শহরের বাইরে স্থানান্তর করার জন্য দাবী জানিয়ে আসছেন। পালন করছেন বিভিন্ন কর্মসূচী। এরই অংশ হিসেবে শনিবার পৌর শহরের পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত¡র এলাকায় প্রায় শতাধিক ইজিবাইক বেরিকেড দিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করলে পুলিশ এসে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে ইজিবাইক চালকরা অবোরাধ তুলে নেয়।
মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন পীরগঞ্জ স্ট্যান্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, কোন ইজিবাইক চালককে মারপিট করা হয়নি। তারাই বাস স্ট্যাফদের মারপিটের ঘটনা ঘটিয়েছে।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, চালাচল স্বাভাবিক রাখতে সড়ক অবরোধ কারিদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
পীরগঞ্জ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক জানান, জন সাধারণের কথা চিন্তা করেই বাসস্ট্যান্ডটি পৌর শহরের কাছাকাছি আনা হয়েছে। ইজিবাইক চালকদের দাবী অযৌক্তিক।