দিনাজপুর প্রতিনিধি \
ভ‚মি অধিগ্রহণ সমস্যার কারনে দিনাজপুরের হাকিমপুর পৌর এলাকার হিলির প্রধান সড়কের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় দুরর্ভাগ আর ভোগান্তিতে ট্রাক, বাস, অটোচালকসহ পথচারীদের। এতে শুস্ক মৌসুমে ধুলোবালিতে নাকাল হাকিমপুরবাসী এবং আসছে বর্ষায় কাঁদা-পানিতে আরও দূর্ভোগে পড়বে এই আশংকায় সবাই। রাস্তায় পথচারীদের চলাচলে মাঝে মাঝে ইট বিছিয়ে দেওয়া হলেও তা আরো বিপদের কারন হয়ে দাড়িয়েছে। এতে রোগীরা পড়ছেন বিপাকে।
এসব সমস্যায় ভ‚মি অধিগ্রহণ সমস্যা কাটিয়ে উঠলেই দ্রæত কাজ শুরু করা হবে বললেন হাকিমপুর উপজেলা প্রশাসন।
হাকিমপুরের হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর গেট পর্যন্ত ফোর লেন সম্পূর্ন হলেও হিলি চারমাথা থেকে হিলি মহিলা কলেজ পর্যন্ত ভ‚মি অধিগ্রহণ সমস্যার কারনে বন্ধ রয়েছে কাজ। হিলি থেকে জয়পুরহাট হয়ে ঢাকা যাওয়ার একমাত্র সড়ক এটি। ইট বিছিয়ে রাস্তাটি মাঝে মাঝে দিনাজপুর সড়ক ও জনপদ থেকে সংস্কার করে থাকে। এতে প্রতিদিন ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। তবে কাঁদার হাত থেকে কিছুটা রক্ষা পেলেও শুকনো মৌসুমে ধুলোবালিতে নাকাল হয় পথচারীরা। রাস্তার ছোট-বড় গর্তের কারনে ঈদ যাত্রায় বড় ধরনের সমস্যায় পড়তে হবে যাত্রীদের।
কয়েকজন পথচারী, অটো ও বাস-ট্রাক চালক বলেন, রাস্তার বেহাল দশার কারনে তারা ঠিক মত গাড়ি চালাতে পারেন না। ছোট-বড় গর্তের কারনে প্রায় সময় ঘটে দূর্ঘটনা। স্কুলগামী শিক্ষার্থী এবং রোগীদের চলাচলে বেশি অসুবিধা হয়। কেউ এই রাস্তার বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ তাদের।
স্থানীয় তাজ, জাহিদুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও প্রধান সড়কটির বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। সড়কটির বেহাল দশা নিয়ে বার বার বৈঠক করা হলেও আজ পর্যন্ত কোন সমাধান হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, হিলির ফোর ল্যানের কাজ কিছুটা শেষ হয়েছে, তবে হিলি চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত কাজ শেষ হয়নি। ভ‚মি অধিগ্রহণের কারনে কাজ বন্ধ আছে। শিগ্রই ভ‚মি অধিগ্রহণ শেষে দ্রæত রাস্তার কাজ শুরু হবে।