মো: রেজাউল করিম, (স্টাফ রিপোর্টার) : সমাজের অবক্ষয়, মাদকদ্রব্যর হাত থেকে সমাজকে ফিরিয়ে আনার লক্ষে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে হাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে সপ্তাহ ব্যাপী এক ফ্রেন্ডশীপ কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মো: শরিফুল ইসলাম ও সাগর এর ধারাভাষ্যে, সমির উদ্দীনের পরিচালনায়, গোলাম আজম, মুনিরুল ইসলাম, আব্দুল ওয়ারেস আরো অনেকের পৃষ্ঠপোষকতায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন, ১০নং জাবরহাট ইউপি প্যানেল চেয়ারম্যান জনাব মো: সাহের আলী, আনোয়ারুল ইসলাম শিক্ষক, ফজলুর রহমান শিক্ষক, পীরগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির ফারুক হোসেন, সাইফুল ইসলাম, বুলু হোসেনসহ আরো অনেকে।
উক্ত ফুটবল খেলায় স্বাগতিক দল হাটপাড়া যুব সংঘ বনাম পীরগঞ্জ খামার নারায়ণপুর স্বপ্নচূড়া ক্রীয়াচক্র অংশ গ্রহণ করলে স্বাগতিক হাটপাড়া যুব সংঘ ২-০ গোলে জয়ী হয়। এছাড়াও ম্যান অফ দ্যা ম্যাচ জসিমউদদীনকে ঘোষনা করা হয়।