মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয় দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর গতকাল ৯ এপ্রিল বুধবার স্কুল খোলার দিনই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলামের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় কতিপয় মানুষ।
জানা গেছে, ২১ সালে সরকারি বিধি মোতাবেক সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে নিয়মিত স্কুল পরিচালনা করে আসছেন। গত ২৮ ফেব্রæয়ারি-২০২৫ ইং তারিখ অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার অবসরে যাওয়ায় বিধি মোতাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেন। ইতিমধ্যে সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ায় স্কুলের সিনিয়র শিক্ষকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। উক্ত নিয়োগ প্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনাস্থা এনে এলাকার কতিপয় মানুষ তার কক্ষে দুটি নতুন তালা ঝুলিয়ে দেন। এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির নতুন সভাপতি মোঃ শাহনেওয়াজ পারভেজ সাহান জানান, অত্র স্কুলের সিনিয়র শিক্ষককে রেখে মোঃ আজহারুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করায় স্থানীয় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারাই উক্ত স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্ঠা চলছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিধি মোতাবেক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই বিদ্যালয়ের কতিপয় সিনিয়র শিক্ষক এলাকার কিছু মানুষকে আমার বিরুদ্ধে করে আমাকে এই দায়িত্ব থেকে সড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি সেই ষড়যন্ত্রেরই অংশ। আমার কক্ষে তালা ঝুলানোর বিষয়টি আমি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।