সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বোচাগঞ্জে ১২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর ফেরত নিল শিক্ষা অফিস

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১৪, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১ ২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঝে গত ৮ মাস আগে প্রজেক্টরসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এটি ভুল হয়েছে মর্মে তা ফেরত দিতে নিদের্শ দিয়েছে বোচাগঞ্জ উপজেলা প্রথমিক শিক্ষা অফিস। প্রাথমিক শিক্ষকে আধুনিক ও ডিজিটাল করতে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা প্রদানের লক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিনাজপুর বাফার কেন্দ্রে প্রজেক্টর ও অন্যান্য সামগ্রী আসে। সেই হিসেবে বোচাগঞ্জ উপজেলার ১ শত ২৫টি প্রাথমিক বিদ্যালয়কে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়। সেই প্রজেক্টর দিয়ে চলছিল আধুনিক ও ডিজিটাল শিক্ষা কায্যক্রম। হঠাৎ-ই দিনাজপুর জেলা শিক্ষা অফিস থেকে নিদের্শ আসে যে, বোচাগঞ্জ উপজেলায় যে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়েছে তা ভুল করে দেয়া হয়েছিল। তাই দ্রæত সময়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ফেরত দিতে বলা হয়। তারই পরিপ্রেক্ষিতে বোচাগঞ্জ উপজেলার ১ শত ২৫টি বিদ্যালয়ের প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী ৮ মাস ব্যবহার করে তা ফেরৎ দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী গুলো অন্য জেলার ছিল। ভুল করে দিনাজপুর বাফার আমাদের উপজেলায় পাঠিয়ে দিয়েছিল। এবং আমরা তা বিতরণও করেছিলাম। বিতরণকৃত সব স্কুল হতে প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী তুলে নিয়ে দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের নির্দেশে বাফার এ ফেরত দিব। বোচাগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজন মহন্ত বলেন, ভুল বসত প্রজেক্টর ও প্রজেক্টরের সাথে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়েছিল। যা এখন ফেরত দেয়া হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পছন্দের গান ‘আলোকের কুঞ্জবনে’ গাইলেন নিশীতা বড়ুয়ার

কাহারোলে ইউ এন ও এর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল শিশু কহিনুর

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বীরগঞ্জে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজ কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সুইজারল্যান্ড যাচ্ছেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল

তীব্র তাপদাহে শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে সোহেল আহমেদ অন্যন্য উদ্যোগ

বঙ্গবন্ধু কন্যার অবকাঠামো উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে-হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরের সাংবাদিকরা মানববন্ধন করেছে

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বীরগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরির প্রশিক্ষনের উদ্বোধন