বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

লাইসেন্স হারিয়ে বন্ধের পথে দিনাজপুরের ৩১৬ চালকল, কয়েক হাজার শ্রমিকের জীবন-জীবিকা হুমকিতে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৩০, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
গত আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তি না করায় দিনাজপুরের ৩১৬টি সিদ্ধ ও আতপ চালকলের লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ। এদিকে চালকল বন্ধ হলে মালিকপক্ষের সাথে ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাও।
গত আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তি করেনি লাইসেন্স বাতিলকৃত চালকল মালিকরা। এ কারণে তারা কোনো চাল সরবরাহ করেনি সরকারি খাদ্য গুদামে। চলতি বছর এ নিয়ে কঠোর ব্যবস্থা নেয় খাদ্য বিভাগ। স¤প্রতি জেলার ২৯৬টি সিদ্ধ ও ২০টি আতপ চালকলের লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ। লাইসেন্স বাতিলের পর চাল উৎপাদন করতে পারবে না কোন চালকল।
চালকল মালিকরা বলছেন, ধানের ঊর্ধ্বমুখী দামের ফলে লোকসান দিয়ে চাল সরবরাহ করা সম্ভব হয়নি। তবে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য সরকারের কাছ থেকে আরেকবার সুযোগ চান মিল মালিকরা। মিলগুলোতে অনেক শ্রমিক কাজ করে। মিল না চললে তাদের বেতন দেয়া সম্ভব হবে না। এতে বেকার হয়ে পড়বে অনেক শ্রমিক।
দিনাজপুর চালকল মালিক গ্রæপের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন বলেন, এভাবে মিল বন্ধ করা হলে ক্ষতিগ্রস্ত হবেন মিল মালিকরাসহ ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাও। পথে বসবেন এসব চালকলের শ্রমিকরা। বেশিরভাগ মিল মালিকই ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। ফলে মিল বন্ধ থাকলে বিপদে পড়বেন তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরাও।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী জানান, লাইসেন্স বাতিলের পরও যদি কেউ ধান-চাল মজুত করে ও উৎপাদন কার্যক্রমে নিয়োজিত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে তারা বিষয়টি বিবেচনা করতে স্বারকলিপি দিয়েছেন। সেটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রার্থী উদ্যোগে পোলিং এজেন্টের ইভিএম বিষয়ে প্রশিক্ষণ

আঞ্জুমান মুফিদুল ইসলাম এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত

শেখ হাসিনা ডাক দিলে বিএনপির মহাসমাবেশ তলানিতে পড়বে-এমপি গোপাল

হাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

ঠাকুরগাঁওয়ে ফুটপাত দখলমুক্ত অভিযানে মেয়র

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই

বীরগঞ্জে ভেঙে পড়ার ১০ দিন পার হলেও কাজ শুরু হয়নি কাঙ্ক্ষিত ব্রিজের

উৎসবমুখর পরিবেশে বই বিতরণ নতুন বছরে নতুন বই পেল বীরগঞ্জের শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আমের রহস্য অজানাই থেকে গেল -তদন্ত কমিটি