চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এ ¯েøাগানকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। গতকাল ১০ মে শনিবার সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোছা. মিনারা বেগমের সভপতিত্বে উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. ফিরোজ হোসেন খান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনজুরুল ইসলাম, আব্দুল হাই চৌধুরী, আজাহারুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মোস্তারিরা বেগম, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, প্রতিযোগি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কোমলমতি
শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।