বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\পঞ্চগড়ের বোদা উপজেলার খাটোপাড়া নামক স্থানে ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি ঘংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) জেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলের মাহিন্দ্র চালক বোদা সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকার মানিকের ছেলে জাহিদ ইসলাম (১৯) ও পথচারী বোদা পৌর এলাকার সর্দ্দারপাড়া এলাকার সাফির উদ্দিনের স্ত্রী নুরজাহান বেগম (৬০)। আহতরা হলেন সাঈদ আলম (২৫),লক্ষ বর্মন (২২),ঝুমু (২৫) ও শাহিন আলম (২৩)। আহতরা সবাই মাহিন্দ্রের শ্রমিক। স্থানীয় ও প্রতক্ষদর্শীরা জানান, চালক সহ ৫ জন মাহিন্দ্র ট্রাক্টরে চড়ে বোদা হতে সাকোয়া অভিমুখে যাওয়ার সময় অপরদিকে দেবীগঞ্জ থেকে আসা পানবাহী একটি ট্রাকের সাথে ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক্টরটি দুমড়ে মুচরে রাস্তার একপাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্র ট্রাক্টরের চালক জাহিদ ইসলাম (১৯) এবং পথচারী নূরজাহান বেগম(৬০) ঘটনাস্থলেই মারা যায়। এবং ৪ গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তা বোদা ফায়ার সার্ভিস কর্মী ও বোদা থানা পুলিশ আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্তকর্মা মো.মোজাম্মেল হক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।