রবিবার , ১১ মে ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র সম্মেলনঅনুষ্ঠিত সভাপতি- রন্জু ও সাধা. সম্পাদক শাহীন নির্বাচিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১১, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : দীর্ঘ পনেরো বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তেঁতুলিয়া উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র আহবায়ক শাহাদৎ হোসেন রন্জু সভাপতি এবং রেজাউল করিম শাহীন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক পদে মো. আবু বক্কর সিদ্দিক কাবুল ও মো. আবু সাঈদ মিয়াকে নির্বাচিত করা হয়েছে। এদিকে উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেল ঘিরে তেঁতুলিয়া উপজেলা সদরের সড়কের দু’ধারে নানান দলীয় নেতা-কর্মীদের ফেস্টুন, রঙ্গিন কাপড়ের পতাকা ও একাধিক তোরন নির্মাণ সহ সর্বস্তরের নেতা-কর্মীদের মনে ছিল আনন্দে উল্লাস।
আজ শুক্রবার তেঁতুলিয়া উপজেলা অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারের মাঠে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক শাহাদৎ হোসেন রন্জু এর সভাপতিত্বে পঞ্চগড় জেলা বিএনপি’র আহবায়ক জাহিরুল কাচ্চু সম্মেলনের শুভ উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এবং প্রধানবক্তা হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী বিষয়ক সম্পাদক ও সদস্য সচিব পঞ্চগড় জেলা বিএনপি আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ( রংপুর বিভাগ) এর সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. আমিনুল ইসলাম, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ্যাড. রিনা পারভীন।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব রেজাউল করিম শাহীন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তেঁতুলিয়া উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে। এরপর বিগত ১৫ বছর ফ্যাসিট আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালী জেলা ও উপজেলা বিএনপি যতবার দলীয়ভাবে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত করার সিন্ধান্ত গ্রহণ করেছে ততবার তার মদদপুষ্ট পুলিশ/র‌্যাব বাহিনী দিয়ে নশ্যাত করেছে। দলীয় নেতা-কর্মীদের নামে হাজার হাজার মামলা দিয়ে আটক করে জেলে ভরেছে। জনপ্রিয় অনেক নেতা-কর্মীকে অপহরন সহ গুমখুন করে দেশের সর্বত্র ভয়ভীতিতে টটস্থ করে রাখে। পরপর ৩ বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাঁজা দিয়ে জেলে বন্দি করে রাখে। এমনকি তাকে চিকিৎসার জন্য দেশের বাহিরে যাবার সুযোগও দেয়নি। কারণ হাসিনা জানত বিএনপি হলো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক বীরমুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমানের হাতে গড়া মাটি ও মানুষের গণতান্ত্রিক দল। এই দলের নেতা-কর্মীরা সম্মেলন পরবর্তী উজ্জীবিত হলে তার ক্ষমতার মসনত বেশিদিন টিকবে না। যে কারনে তৎকালিন সময়ে সারা দেশে বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হতে দেয়নি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেযারম্যান ও তারুণের অহংকার জননেতা তারেক রহমানের নিদের্শে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মহোদয় জেলা ও উপজেলায় বিএনপি’র সম্মেলন অনুষ্ঠানের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করে যাচ্ছে । যার ধারাবাহিকতায় তেঁতুলিয়া উপজেলায় বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী দিনে আপনারা বিএনপি’র জন্য কাঁধে কাঁধ মিলে কাজ করে যাবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এ্যাড. আদম সুফি, যুগ্ম-আহবায়ক এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম-আহবায়ক এম এ মজিদ সহ সাতটি ইউনিয়নের আহবায়কবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তা’লিমুল কুরআন একাডেমী ও হিফ্জখানা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় সন্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ

সেতাবগঞ্জ পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করলেন পৌর মেয়র

কাহারোলে ইরি-বোরো ধান কাটা মাড়াই শুরু, ভালো ফলন ও দামের আশা করছেন ধানচাষী-কৃষিবিভাগ

চিরিরবন্দরে বস্তায় আদা চাষে বাজিমাত, লাভবান কৃষক

পীরগঞ্জে মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদ সম্মেলন

রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ হলেন যারা

শেখ হাসিনা সকল অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বোদায় বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান শিক্ষক সমিতি কমিটি গঠন