রবিবার , ২৫ মে ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বোচাগঞ্জে ভুট্টার বাম্পার ফলন হলেও দাম না থাকায় হতাশ কৃষকরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২৫, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হওয়ার পরও আবহাওয়া অনুকুলে না থাকা ও বাজারে ক্রেতা না থাকায় নায্য মূল্য পাচ্ছেনা কৃষকরা। বাজারে দাম না থাকায় পাকা ভুট্টা নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৩৩০ হেক্টর জমিতে ভুট্টার চাষ আবাদ করা হয়েছে। এর পাশাপাশি খরিপ-১ মৌসুমে ভুট্টার আবাদ হয়েছে ১,০৪৫ হেক্টর জমিতে। এবার গড়ে প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে ফলন হয়েছে ৩৭.৫ মণ, যা প্রতি হেক্টরে প্রায় ১১.৫ মেট্রিক টন। অনেক জমিতে ৪০ থেকে ৪২ মণ পর্যন্ত ফলন মিলেছে।
সরকার ভুট্টা চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করেছে। রোগবালাই কম এবং উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় ভুট্টা চাষে দিন দিন আগ্রহ বাড়ে এ অঞ্চলের কৃষকদের। তবে যে তুলনায় ভুট্রা আবাদ ও ফলন হয়েছে সে তুলনায় বাজারে ভুট্টার দাম অনেক কম। বোচাগঞ্জ উপজেলার কৃষকরা সময়মত ভুট্টা ঘড়ে তুললেও বৈরী আবহাওয়ার কারনে তারা ভুট্টা ভাঙ্গাতে পারছেনা। এছাড়াও বাজারে ভুট্টার দাম ও ক্রেতা না থাকায় ভুট্টা নিয়ে চরম দুঃশ্চিতনায় পড়েছে হাজার হাজার কৃষক।
বর্তমানে প্রতিমণ কাঁচা ভুট্টা বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা দরে, আর শুকনা ভুট্টা বিক্রি হচ্ছে ১১৫০ থেকে ১২০০ টাকা দরে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমির গাছে ভুট্টার পাকা মোচা ঝুলছে। গত কয়েকদিনে একটানা বর্ষনের কারনে কৃষকরা জমিতে থাকা ভুট্টা ঘরে তুলতে পারছে না। আবার কেউ কেউ পাকা ভুট্টা ঘরে তুললেও ক্রেতার অভাবে ভুট্টা ভাঙ্গাতে পারছে না। ভুট্টা নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। আটগাঁও গ্রামের কৃষক লাইসুর রহমান জানান, এক একর জমিতে বোরো ধানের পরিবর্তে ভুট্টা চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে তবে আবহাওয়া অনুকুলে না থাকায় ভুট্টা শুকাতে পারছি না। এদিকে বাজারে ক্রেতা না থাকায় দিন দিন ভুট্টার দাম কমছে। সময়মত ভুট্টা বিক্রি করতে না পারলে আর্থিকভাবে চরম ক্ষতির সন্মুখিন হবেন।
একই গ্রামের কৃষক শরিফুল জানান, আমি ২ বিঘা ভুট্টা চাষ করেছি। আশানুরূপ ফলন হলেও ভাল দাম পাচ্ছি না। এমনি অভিযোগ শত শত ভুট্টা চাষীদের। অনেক আশা করে ভুট্টা লাগালেও বর্তমান বাজারে দাম না থাকায় হতাশ তারা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, ভুট্টা স্বল্প খরচে অধিক উৎপাদনকারী একটি লাভজনক ফসল। চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৩৩০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে, গড় ফলন বিঘাপ্রতি ৩৭.৫ মণ। আমরা আশা করছি ফলন ও বাজারদর দুটোই ভালো থাকবে। তবে কিছুদিন ধরে বৈরী আবহাওয়ার কারনে কৃষকরা ভুট্টা ঘরে তুলতে পারছে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাপা এমপি’র শাড়ী বিতরণ

ঠাকুরগাঁও-৩ উপনির্বাচন: কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি ঘর পুড়ে ছাঁই; তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের সহায়তা

ঠাকুরগাঁওয়ে ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হলেন — নৌকা- ১ স্বতন্ত্র–১

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে —হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের জন্য শক্তিশালী প্লাটফর্ম অনলাইন গ্রুপ “আমরা-ই উদ্যোক্তা”

ফলোআপ… ঘুষ নেওয়ার অভিযোগে রাণীশংকৈল ভূমি অফিসের নাজির বরখাস্ত

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দুলালের পিতার ইন্তেকাল

পার্বতীপুরে ডিস ব্যাবসার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পিপুল হত্যাকান্ড সংঘটিত

বীরগঞ্জ থানার পরিত্যক্ত, জরাজীর্ণ কোয়াটারে ঝুঁকি নিয়ে পুলিশের বসবাস