‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ৩ দিনব্যাপি ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। ২৫মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে এই মেলা। ভূমি মেলায় থাকছে ই-নামজারি আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের সুবিধা, খাস জমি বন্দোবস্ত আবেদন, এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি লিজ নবায়ন, খতিয়ানের অনলাইন কপি সরবরাহ, ডাক বিভাগের মাধ্যমে মৌজা ম্যাপ বিতরণ, জরিপভিত্তিক সেবা প্রদানসহ আরও বিভিন্ন কার্যক্রম। এছাড়াও, মেলায় উপস্থিত সেবাগ্রহীতাদের সিটিজেন চার্টার অনুযায়ী সরাসরি সেবা প্রদান এবং প্রশ্নের উত্তর প্রদানের জন্য কর্মকর্তা নিয়োজিত থাকবেন বলে জানান তিনি।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : চিরিরবন্দরে ৩ দিনব্যাপি ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
এ সময় উপজেলা কৃষি অফিসার জোহারা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, ট্রেজারী অফিসার সামিউন বুশরা, উপজেলা আইসিটি অফিসার মো. মাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার রায়হান আলী, উপজেলা সমাজসেবা অফিসার হামিদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর সবুর, উপজেলা বি আর ডিবি অফিসার হোসেন মোহাম্মদ দিনার, উপজেলা সেটেলমেন্ট অফিসার ফরহাদ আহম্মেদ ভুইয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষ্যে উপজেলা কার্যালয় থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয় এবং ফিতা কেটে মেলা উদ্বোধন করা হয়। মেলাটি আগামী ২৭ তারিখ পর্যন্ত চলবে।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩দিন ব্যাপী (২৫-২৭ মে)- “ভূমি মেলা-২০২৫” এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। পরে উপজেলা ভুমি অফিসের সামনে আগত ভূমি সেবা গ্রহীতাদের ভূমিসেবা বুথে জমি-জমা সংক্রান্ত অনলাইন সেবা প্রদান করা হয়। অনলাইন সেবার মাধ্যমে কয়েকজন ভূমিসেবা গ্রহীতাকে অনলাইন সেবার জন্য রেজিষ্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কিত লিফলেট বিতরণ করেন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মোঃ সোলায়মান আলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোজাফ্ফর হোসেন ও ফারুক হোসাইন, সার্টিফিকেট পেশকার মোশারফ হোসেন, কম্পিউটার অপারেটর মোঃ রায়হান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ বলেন, উপজেলার সাধারণ নাগরিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায় সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজতর এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি করার লক্ষে ৩দিন ব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমির মালিকগণ এ মেলার বিভিন্ন বুথ থেকে ভূমি সংক্রান্ত অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ভুমি মেলা-২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
২৫ মে রবিবার সকাল ১০টায় বোচাগঞ্জ ভুমি অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে ভুমি অফিসের গোল ঘোরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাইফুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেতাবগঞ্জ সরকরি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহাগ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলম সহ বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী ভুমি উন্নয়ন কর্মকর্তাবৃন্দ। আগামী ২৭ মে ৩দিন ব্যাপী ভুমি মেলার সমাপ্ত হবে।
বিরামপুর
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে রবিবার (২৫ মে) ভূমি মেলা উপলক্ষে র্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অঃ দাঃ) নুজহাত তাসনীম আওন এ ভূমি মেলার উদ্বোধন করেন। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে এদিন সকাল ১১টায় ভূমি মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান, বিআরডিবি কর্মকর্তা লুৎফর রহমান, দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম ডাবলু, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ মামুন, ভূমি সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, নাজির কাম ক্যাশিয়ার আতিউর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, ভূমি মালিক, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত ৩ দিন এ ভূমি মেলা অনুষ্ঠিত হচ্ছে।
খানসামা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে তিনদিনব্যাপী ভূমি মেলা-২০২৫ উদ্বোধন হয়েছে।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা,র্যালী ও বিভিন্ন সেবামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন মেলার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান সরকার।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা জোৎস্না আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সহকারী ও উপ-সহকারী ভূমি কর্মকর্তারা।