বুধবার , ৪ জুন ২০২৫ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগের জাতীয় পর্যায়ে তিনটি পুরষ্কার লাভ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৪, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য বিভাগ জাতীয় পর্যায়ে তিনটিতে প্রথম স্থান অর্জন করায় চিরিরবন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, সেবিকা ও কর্মচারীরা নতুন উদ্যোমে চিকিৎসাসেবা ও কাজ শুরু করেছেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ২৫মে ঢাকা শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ‘ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির’ অন্তর্গত ‘তথ্য ও ফলাফল প্রকাশ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২৫’ এ সেরা কমিউনিটি রেজিষ্ট্রেশন-২০২৫ ও ‘সেরা ভায়া ও সিবিই কেন্দ্র ২০২৫(রংপুর বিভাগ) হিসেবে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়াও ‘সেরা কমিউনিটি ক্লিনিক-২০২৫ (জাতীয় পর্যায়)’ এ প্রথম স্থান অর্জন করে উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের হযরতপুর গ্রামের হযরতপুর কমিউনিটি ক্লিনিক।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো.শাহিনুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মো. সারোয়ার বারী ও বিশেষ অতিথিবৃন্দের নিকট থেকে পুরষ্কার গ্রহণ করেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবদুল্লাহ আল ইফরান, আবাসিক মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. সৌভিক রায়, স্বাস্থ্য পরিদর্শক আজাহার আলী, সিনিয়র স্টাফ নার্স রীনা খাতুন, সিএইচসিপি পান্না আকতার।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ডা. সায়েবা আক্তার, নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) ডা. নূরে আলম সিদ্দিকী প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান বলেন, আমার পুর্বের যারা কর্মকর্তা ছিলেন, এ প্রাপ্তি তাঁদের অবদান। তাঁরা প্রচুর পরিশ্রম করে তদারকি ও কাজগুলো করেছিলেন। আমি সে কাজগুলোকে যতœসহকারে ধরে রাখব ও আরো উদ্যোমী হয়ে কাজ করব।
সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবীন জানান, সরকারি চাকুরি জীবনে নিজের প্রিয় কর্মস্থলের এই সম্মাননা প্রাপ্তিতে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল বর্তমান এবং তৎকালীন কর্মকর্তা ও কর্মচারীর অবদান অনস্বীকার্য।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করছে। তাদের এ প্রাপ্তিতে উপজেলা প্রশাসন অনেক খুশি। আগামীদিনেও যাতে পুরস্কারগুলো ধরে রাখা যায়, সে জন্য প্রয়োজনীয় সর্বপ্রকার সহায়তা ও সহযোগিতা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মসজিদের দ্বি-তল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

তেঁতুলিয়ায় আগুনে পুড়লো বসতঘর প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি

বিরলের বোর্ডহাট কলেজ প্রাঙ্গনে ফ্রি সাধারণ স্বাস্থ্য ক্যাম্প

জাতীয় সংসদে রংপুর ও রাজশাহী বিভাগে ২জন আদিবাসী নারীকে মনোনয়ন প্রদান আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন

বীরগঞ্জে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

স¦প্ন পুরণ. হুইল চেয়ার পেয়ে উঠে বসেছে শয্যাশায়ী প্রভাত

পঞ্চগড়ের গ্রামীণ জীবনে একমাত্র জনপ্রিয় বিনোদন মাধ্যম ধামের গান

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-১, আহত-১৫

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা  মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

হাবিপ্রবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-এঁর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন

জেলা আইনজীবী সমিতি আয়োজিত নবীন আইনজীবীগণের ৩য় দিন ও সমাপনী ওরিয়েন্টেশন