বুধবার , ৪ জুন ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সুগন্ধি ধানভিত্তিক ভ্যালু চেইন উন্নয়নে বিজনেস প্লান কনসালটেশন সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৪, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ

সুগন্ধি ধানভিত্তিক ভ্যালু চেইন উন্নয়ন ও বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ভ্যালু চেইন প্রমোশনাল বিজনেস প্ল্যানিং কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষকের উৎপাদিত সুগন্ধি ধান রপ্তানি বাড়িয়ে কৃষককে লাভবানের মাধ্যম হিসেব কাজ করছে হর্টেক্স ফাউন্ডেশন।
রবিবার চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে হর্টেক্স ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ভ্যালু চেইন প্রমোশনাল বিজনেস প্ল্যানিং কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় চিরিরবন্দর ও আশেপাশের এলাকার প্রায় শতাধিক কৃষক, প্রক্রিয়াজাতকারক, মিলার, বাজার মধ্যস্থতাকারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ প্রায় ১১০ জন অংশীজন অংশগ্রহণ করেন।
সভার আলোচনার ভিত্তিতে একটি প্রাথমিক কার্যপরিকল্পনা গৃহীত হয়, যেখানে বেসরকারি বিনিয়োগ, সরকারি সহায়তা এবং কৃষকের দক্ষতা উন্নয়ন বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন,এ ধরনের কনসালটেশন সভা স্থানীয় কৃষির রূপান্তর এবং ভ্যালু সংযোজিত কৃষিপণ্য উৎপাদনে কার্যকর ভূমিকা রাখবে। আমার বিশ্বাস, একটি শক্তিশালী ভ্যালু চেইন গঠণ করা গেলে এই অঞ্চলের সুগন্ধি ধান এবং চাল কে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষম করে তোলা সম্ভব এবং কৃষকেরাও তাদের ন্যায্যমূল্য পাবেন।
সভায় প্রধান আলোচক হিসেবে ব্যবসা পরিকল্পনা, ব্যবসা পরিকল্পনার প্রয়োজনীয়তা, ব্যবসা পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য,ব্যবসা পরিকল্পনা প্রণয়নের সম্ভাব্যতা যাচাই, উচ্চমূল্য ফসলের বাজারমূখী উৎপাদন পরিকল্পনা, অংশীজন সংগঠন গঠন এবং পার্টনার ওয়ান স্টপ সেন্টারের কার্যাবলী সম্পর্কে তথ্য উপস্থাপন করেন হর্টেক্সের পোস্ট হার্ভেস্ট স্পেশালিষ্ট এন্ড ফিল্ড অর্গানাইজার মোঃ মামুন হোসাইন। এর পূর্বে পার্টনার প্রোগ্রামে হর্টেক্স ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন ভ্যালু চেইন প্রমোশনাল অফিসার মোঃ আব্দুল মান্নান।
সভায় বক্তারা সুগন্ধি ধানের উৎপাদন, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, গুণগত মান নিয়ন্ত্রন, প্যাকেজিং, ব্র্যান্ডিং, বাজার সংযোগ বিষয়ে আলোচনা করেন।
এসময় অংশগ্রহণকারীরা একটি টেকসই এবং বাজারমুখী ভ্যালু চেইন গড়ে তুলতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মদ শামসুল হুদা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ হামিদুর রহমান, কৃষি স¤প্রসারণ অফিসার মোঃ রেজাউল করিম, পার্টনার প্রোগ্রাম, হর্টেক্স ফাউন্ডেশনের ভ্যালু চেইন প্রমোশনাল অফিসার মোঃ আব্দুল মান্নান প্রমুখ।প্রধান আলোচক ছিলেন মোঃ মামুন হোসেন, পোস্ট হার্ভেস্ট স্পেশালিষ্ট, হর্টেক্স ফাউন্ডেশন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

বিরলে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম  বাস্তবায়নে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

বিরলে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

বীরগঞ্জে আমাদের ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে মহিলা পরিষদের ইয়াসমিন ট্রাজেডি দিবসের মানববন্ধনে বক্তারা মহিলা পরিষদের একটাই দাবী ধর্ষকের ফাঁসি চাই

ঠাকুরগাঁওয়ে ইজতেমা শুরু !

স্বপ্নপূরণের অঙ্গীকার নিয়ে বীরগঞ্জের শিক্ষার্থীরা

শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম বার্ষিকীতে আটোয়ারী যুবদলের শীতবস্ত্র বিতরণ

নবরূপীর নির্বাচনকে সামনে রেখে নতুন-পুরাতন সদস্যদের মতবিনিময় ও মিলনমেলা

হরিপুরে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা