দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপী আগামী ২৭ অক্টোবর নির্বাচনকে সামনে রেখে নবরূপীর নতুন ও পুরাতন সদস্যদের নিয়ে মতবিনিময় ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
নবরূপীর আহবায়ক কমিটির আহবায়ক মোঃ নাজমুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ নুরুল ইসলাম। মিলন মেলায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আব্দুস সামাদ, আজীবন সদস্য প্রফেসর রুহুল আমিন, শাহ্-ই-মবিন-জিন্নাহ, এনায়েত মওলা জিন্নাহ, সাবেক সহ-সভাপতি সুনীল চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেক হোসেন বাবলু, সাবেক সহ-সাধারন সম্পাদক সিফাত-ই-জাহান শিউ, সাবেক সহ-সভাপতি মানস ভট্টাচার্য্য। মতবিনিময় সভায় আজীবন সদস্য শাহ-ই-মবিন-জিন্নাহ আগামী নবরূপীর নির্বাচন সামনে রেখে ২১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটি পাঠ করে শোনালে উপস্থিত সদস্যরা হাত তুলে সম্মতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যজন ও নবরূপীর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কাজী বোরহানকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন সাবেক সভাপতি আব্দুস সামাদসহ অতিথিবৃন্দ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আতিকুর রহমান নিউ। শেষে নবরূপীর সাবেক সঙ্গীত সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদের পরিচালনায় এবং সৈয়দ শফিকুর রহমান পিন্টুর সঞ্চালনায় নবরূপীর শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর নবরূপীর নির্বাচন অনুষ্ঠিত হবে।