শুক্রবার , ২০ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৭ বাংলাদেশিকে পুশ ইন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২০, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি\দীর্ঘ দুই যুগ ধরে ভারতের মুম্বাই শহরে বসবাসের পর সাত বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চাপসার বিওপির দায়িত্বহীন ৩৪৭ নম্বর সীমান্ত পিলারের পাশে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ফেরত পাঠানো সাতজনের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী ও একজন শিশু রয়েছে। তাঁরা ২০-২৫ বছর আগে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং পরে জীবিকার তাগিদে মুম্বাইয়ে বসবাস শুরু করেন।
আটক ব্যক্তিরা হলেন সাহিনা বেগম (৪৬), তাঁর স্বামী মো. শহীদ শেখসহ মো. সাইফুল ইসলাম (৩০), মো. শরিফুল শেখ (১৭), রেকসোনা খাতুন (২৬), মোছা. ছাবিনা খাতুন (২৪)। উল্লেখিত পাঁচজন যশোর জেলার নোয়াপাড়া থানার গাজিরহাট পেরুলী গ্রামের বাসিন্দা। বাকি দুজন আয়না খাতুন (৩৫) ও তাঁর চার বছরের মেয়ে আরিফা খাতুন, যাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, জীবিকার প্রয়োজনে তাঁরা মুম্বাইয়ে ছিলেন। ছয়-সাত দিন আগে মুম্বাই পুলিশ তাঁদের আটক করে সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং আজ ভোরে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে তাঁদের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের সত্যতা নিশ্চিত করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের হরিপুর থানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।
ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের এভাবে পুশ ইনের ঘটনায় বিজিবি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়।
দিনাজপুর ৪২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় মানব পাচার, অনুপ্রবেশ ও অন্য অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর। এসব বিষয়ে স্থানীয়দের সচেতন থাকার পাশাপাশি তথ্য দিয়ে সহযোগিতা করার আহŸান জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাম্প্রদায়িকতার সমাধিতে অসাম্প্রদায়িক চেতনার কেতন উড়বেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজদের ভয়ে এলাকা ছাড়লো গাছিরা– খেজুরের গুড় তৈরি বন্ধ

ইসকন মন্দিরের উদ্যোগে জন্মাষ্টমীর শোভাযাত্রায় বক্তারা অবক্ষয়মুক্ত ও অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে হবে

পল্লীশ্রী’র উদ্যোগে নারী ক্লাবের আন্তঃ সম্পর্ক উন্নয়ন ও ক্যাম্পেইন

দিনাজপুরে গণতন্ত্র উৎসব অনুষ্ঠিত

হিলি দিয়ে কমেছে যাত্রী পারাপার, রাজস্ব নেমেছে ৬০ হাজারে

বালিয়াডাঙ্গীতে ৮’শ পরিবার পেল ঘর ও ঘরের চাবি

ঠাকুরগাঁওয়ে ২২৫ জন নারী কর্মীদের মাঝে ২ কোটি ৬৫ লাখ ১৩ হাজার টাকার চেক বিতরণ ‌

জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে মোস্তাফিজার সদস্য নির্বাচিত

বোদায় নব নির্বাচিত পৌর মেয়রের দায়িত্ব গ্রহন অনুষ্টিত