ইসকন মন্দিরের উদ্যোগে জন্মাষ্টমীর শোভাযাত্রায় বক্তারা
অবক্ষয়মুক্ত ও অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে
শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে হবে
বৃহস্পতিবার সকাল ১১টায় গুঞ্জাবাড়ী-রাজবাটী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ হতে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নর-নারী ভক্তবৃন্দের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির (ইসকন) এর অধ্যক্ষ শ্রী বিক্রমী রাম দাস। সম্মানীত অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম) আব্দুল্লাহ আল মাসুম, কোতয়ালী থানার ওসি (তদন্ত) গোলাম মাওলা, জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু বিশ্বাস। বক্তারা বলেন, অবক্ষয়মুক্ত ও অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে সর্বোত্র শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে হবে। যখনই যখনই ধর্মের গøানি এবং অধর্মের অভ্যুত্থান হয় ঠিক তখনই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। তিনি দুষ্টদের বিনাস করে ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতির্ণ হন। আসুন সবাই আমরা শ্রীকৃষ্ণের বাণীকে প্রচার করি এবং হৃদয়ে লালন ও ধারণ করি।