সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-শুরু। ধর্মীয় রীতি অনুযায়ী, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। ৯ দিনের মাথায় আগামী ৫জুলাই বিকাল ৩টায় উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। রথযাত্রা মহোৎসবকে ঘিরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।এ উৎসবের মূল আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা।রথযাত্রা উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে সর্বদায় কঠোর নিরাপত্তা ছিল।
শুক্রবার বিকাল ৪টার দিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে কাহারোল উপজেলা সদরের অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ্র জিউ (ইসকন) মন্দির, খানসামার গোয়ালডিহি ইউপির দুবলিয়া (দোলাপাড়া) শ্রীশ্রীরাধারমণ গৌড়ীয় মঠ ও অনাথ আশ্রমসহ বিভিন্ন মন্দির থেকে এ রথযাত্রা মহোৎসব শুরু হয়।
কাহারোলে হাজারো নারী-পুরুষ ভক্তদের পদচারণায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রাটি শ্রী শ্রী রাধা গোবিন্দ্র জিউ (ইসকন) মন্দির থেকে শুরু হয়ে আমতলা দশমাইল মোড় ঘুরে পুনরায় ওই মন্দিরে শেষ হয়। এছাড়াও ডাবোর ইউনিয়নের ডহচী ইসকন মন্দির, রসুলপুর ইউনিয়নের বিরলী-কামোড় মোড় এবং উপজেলা সদরের উষা সিনেমা সংলগ্ন হরি মন্দিরেও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়।
অপরদিকে শুক্রবার দুপুর ৩টায় খানসামার গোয়ালডিহি ইউপির দুবলিয়া (দোলাপাড়া) শ্রীশ্রীরাধারমণ গৌড়ীয় মঠ ও অনাথ আশ্রমে এ রথযাত্রা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়। নাম সংকীর্তন সহযোগে হাজার হাজার ভক্তের সমাগমে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মঙ্গল শোভাযাত্রা অত্র মঠ থেকে ক্যানেলের বাজার হয়ে নীলফামারীর চকদুবলিয়া হরিমন্দিরে গিয়ে শেষ হয়।এসময় অত্র মঠ ও অনাথ আশ্রমের সভাপতি শ্রীপাদ করুণাকান্ত দাসাধিকারী (কালীদাস) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
প্রধান আলোচক ছিলেন পঞ্চগড় সেপাইহাট শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ ভজনাশ্রমের ত্রিদন্ডি স্বামী শ্রীশ্রীমদ্ভক্তি দর্শন গিরি মহারাজ সহ রথযাত্রা উৎসবে হাজার হাজার সনাতন স¤প্রদায় ভক্তের সমাগম।