পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ “দূর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগায়ের পীরগঞ্জে কুচকাওয়াজ ও মহরার মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৫নভেম্বর) সকালে উপজেলা ফায়ার ষ্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে প্রধান অতিথি আক্তারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, পৌর সভার মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা খায়রুল ইসলাম জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন করেন।
পরে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক লিমন সরকার প্রমুখ।