কাহারোল(দিনাজপুর)প্রতিনিধি ঃ কাহারোলে সফল নারী ববিতার প্রতি মাসে আয় ৩০ হাজার টাকা আয় করেন। দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাও ইউনিয়নের পাহাড়পুর গ্রামের হার না মানা এক অদম্য নারী ববিতা রানী রায়। প্রতিটি নারীর সফলতার পেছনে থাকেন তিনি নিজেই। তার ইচ্ছা শক্তি মনোবল তাকে নিয়ে যেতে পারে অনেকদুর। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আজকের নারীরা এগিয়ে যাচ্ছেন অনেকদুর। একজন সফল গৃহিনীর পরিচয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলেছেন নিজেদেরকে। এই সফল নারীর নাম ববিতা রানী রায়। সংসার জীবন মানে যুদ্ধক্ষেত্র আর উদ্যোক্তামানেই যোদ্ধা। সাহস আর কর্মদক্ষতা না থাকলে যুদ্ধ ক্ষেত্র যেন মূল্যহীন, তেমনি ব্যবসা শুরুর ক্ষেত্রে বড় সহায়ক হলো অর্থ। অর্থ না থাকলে স্বপ্ন যেন বৃথা হয়ে যায়। তাই যুদ্ধক্ষেত্র নারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন হয়। একদিকে অর্থ সংকট অন্যদিকে ব্যাংকে ঋণ পাওয়া অনেক কঠিন। কিন্তু ব্যাংক থেকে ঋণ নিতে গেলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যবসা করতে হলে পুরুষের চেয়ে নারীদের সাহসী হতে হবে মনে করেন ববিতা রানী রায়। ববিতা রানী রায়ের সঙ্গে কথা বলে জানা যায়, অর্থায়নই নারীদের ব্যবসার বড় বাঁধা। তিনি বিগত ৪ বছর পূর্বে শুরু করেন একটি রিং দিয়ে ও হাফ কেজি কেচো দিয়ে শুরু করেন এই কেচো সার উৎপাদন। ১টি রিং থেকে বর্তমানে ১০০টি রিংয়ে চলছে তার কেচো কম্পোষ্ট সার উৎপাদন। বিভিন্ন খামার থেকে গবর সার সংগ্রহ করে এনে তা রিংয়ে ভর্তি করে কেচো দিয়ে তৈরী করা হয় ভার্মি কম্পোষ্ট সার । এই সার উৎপাদন করতে গিয়ে খরচ হয় প্রায় ১৫ হাজার টাকার মতো। মাসে ৩ টন সার উৎপাদন করা হয়ে থাকে। ববিতা রানী রায় নিজের স্বামী, ছেলে ও বৌমা এই ৪ জন মিলে এই সার উৎপাদন করছেন এখন। সব খরচ বাদ দিয়ে মাসে তাদের ৩০ হাজার টাকার মতো লাভ হয়ে থাকে। জানা যায়, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অত্র উপজেলা ২০২৪-২০২৫ অর্থ বছরে তাকে সহযোগিতা করে কৃষি অধিদপ্তর। ববিতা রানী রায় জানান, প্রথমে যখন শুরু করি মানুষ আমাকে অনেক কিছু বলেছিল কেচো নাড়তেছি মানুষ ঘৃনা করেছিল। আমার সফলা দেখে এলাকায় প্রায় ১০ থেকে ১২টি পরিবার ঝুকেছেন এই কেচো কম্পোষ্ট সার তৈরী দিকে। আমার এখান থেকে নিজ উপজেলা ছাড়া পাশ্ববতি উপজেলায় এই সার নিয়ে যাচ্ছে কৃষকেরা। উপজেলার সুন্দরপুর গ্রামের কৃষক ললিত চন্দ্র রায় ভূট্রা ক্ষেতে এই সার ব্যবহার করে ফলন ভালো পেয়েছি। অন্য সারে তুলনায় এই সারের গুনগত মান অনেক ভাল। ববিতা রানী রায় আরো জানান, কৃষি বিভাগ থেকে আরো সার্বিক সহযোগিতা পেলে আমার এই প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা কৃষি বিভাগ ববিতা রানী রায়কে সকল প্রকার সহযোগিতা করে আসছেন এবং কৃষকদের নিকট এই সার বিক্রির জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।