তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় লিড খামারি, ইনপুট বিক্রেতা, নার্সারি মালিকদের হর্টিকালচার বিষয়ে প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের ( ইএসডিও) হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উচ্চ-মূল্যের ফল ফসলের জাত স¤প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ- প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এই কর্মশালার আয়োজন করে৷
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল মোতালেব, ইস্পাহানি এগ্রো লিমিটেডের এক্সিকিউটিভ আশরাফুল ইসলাম, আরএমটিপি’র প্রকল্প ব্যবস্থাপক কল্যান মহন্ত,এভিসিএফ আসাদুর রহমান সহ প্রমূখ।
ইস্পাহানি এগ্রো লিমিটেডের এক্সিকিউটিভ মোঃ আশরাফুল ইসলাম বলেন, কৃষিতে বিভিন্ন পোকামাকড় এবং রোগ বালাই দমনে জৈব বালাইনাশকের গুরুত্ব তুলে ধরেন । কোন ফসলে কি ধরনের জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব বলেন, দিন দিন ব্যাপকভাবে রাসায়নিক কীটনাশক ব্যবহার হচ্ছে। ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকে আমাদের ফল ফসলে জৈব সার এবং জৈব বালাইনাশকের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আরএমটিপি’র প্রকল্প ব্যবস্থাপক কল্যাণ মহান্ত বলেন, কৃষিতে জৈব সার এবং জৈব বালাইনাশকের গুরুত্ব অপরিসীম। মাটির সুস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় এর বিকল্প নেই। ফল ফসল উৎপাদনে খামারি এবং চারা উৎপাদনে নার্সারির মালিকদের উন্নয়ন,এবং নতুন নতুন কৃষি প্রযুক্তির ব্যবহার ও আধুনিক চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় নার্সারী মালিক, ফলবাগান মালিক এবং সার কীটনাশক ব্যবসায়ী সহ মোট ৩০ জন অংশ নেন।