মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে শোক র্যালী করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।
শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১ টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে এ শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মহিলা পরিষদের জেলা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে বক্তারা বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। আমরা প্রত্যাশা করি, আহতদের চিকিৎসায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন। প্রতিটি রোগীর সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে হবে, যেন তারা দ্রæত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর কখনও না ঘটে, তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও দূরদর্শী পদক্ষেপ নেওয়ার আহŸান জানান তারা।
শোক র্যালীতে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মারুফা বেগম, সম্মানিত সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি মাহবুবা খাতুন, মিনতি ঘোষ, মনোয়ারা সানু, সাধারণ সম্পাদক রুবিনা আকতার, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ, উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যাপক জলিল আহমদ, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক মো. সফিকুল ইসলাম, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাড. মেহেরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ রবিউল আউয়াল খোকা, মহিলা পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, প্রচার সম্পাদক শুকলা কুন্ডু। এছাড়া সংগঠনের জেলা ও পাড়া কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।