বৃহত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউটের ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার শেষে দিনে অনুষ্ঠিত হয়েছে সমাপনী, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৫ জুলাই-২০২৫ শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সিডিএ এর নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হালিম ও বিশিষ্ট শিল্পপতি শহিদুর রহমান পাটোয়ারী মোহন। দিনাজপুর ইনষ্টিটিউটের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আতিকুর রহমান নিউ। দিনাজপুরের বিভিন্ন ক্যাটাগরিতে ৫১ জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিলো-নৃত্য, গান ও কবিতা। এছাড়াও সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা মধ্যে ছিলো চিত্রাংকন, টেবিল টেনিস, ভলিবল, হ্যান্ডবল, শরীর গঠন, ভারোত্তলন, দাবা, কেরাম, সংগীত ও নৃত্য।