র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক পৃথক অভিযানে মাদক, যৌতুক সহ অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামী গ্রেফতার।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুন দিনাজপুর জেলার সদর থানার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী- ১। মোঃ আবু তালেব (৩৮), সাং-খানপুর ডাক্তার পাড়া, ২। মোঃ শাহিনুর(৩৫), সাং-মধ্য বালুবাড়ী, ৩। মোঃ শাহজাহান আলী (৪৩), সাং-কলেজপাড়া, সুইহারী, ৪। মোঃ মামুনুর রশিদ @ কাতু (২৯), সাং-বড়জুড়গোলা, ৫। মোঃ আলাল (৩০), সাং-লাইনপাড়া, ৬। ফজলুর রহমান (৫৭), সাং-নেমতারা শেখপুরা, যৌতুক নিরোধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী-৭। মোঃ বদিউজ্জামান (২৫), সাং- মহব্বতপুর সোনাহার পাড়া, মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী- ৮। মোঃ লিমন @ লিখন(৩৫), সাং- মধ্য বালুবাড়ী, সর্ব থানা- কোতয়ালী, জেলা-দিনাজপুরদেরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, উক্ত আসামীরা গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘ দিন ধরে পলাতক ছিল মর্মে স্বীকার করে। ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুরে ইয়াবাসহ ২ জন
মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ৫৫০পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৮নং শংকরপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড এর চকগোপাল এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল ২২ জুন ২০২২ ইং বিকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৮নং শংকরপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড এর চকগোপাল এলাকায় অভিযান পরিচালনা করে ৫৫০ পিস ইয়াবা সহ আসামী ১। মোঃ আবুল বশর (৪৭), সাং- বায়জিদ বোস্তামী ও ২। জানে আলম(৪৫), সাং- জালালাবাদ, উভয় থানা- বায়জিদ, চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছু দিন ধরে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স¦ীকার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদ্বয় কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।