মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি!
ঠাকুরগাঁ জেলার রাণী শংকৈল থেকে চুরি হওয়া তিনটি ট্রান্সফরমার ও ট্রাকসহ একজনকে আটক করেছে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ।
জানাগেছে, ২৬ জুলাই শনিবার দিবাগত গভীর রাতে ঠাকুরগাঁ জেলার রানী শংকৈল থেকে পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার চুরি করে ট্রাকযোগে নিয়ে আসার সময় এলাকার মানুষ ১০-১২টি মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে ধাওয়া করতে করতে বীরগঞ্জ থানার সামনে আটক করে। এ সময় বীরগঞ্জ থানা পুলিশ ট্রাক চালক কে আটক করার পাশাপাশি চুরি যাওয়া তিনটি ট্রান্সফর্মারসহ ট্রাক জব্দ করে। আটকৃত ব্যক্তির বাড়ী বরগুনা জেলায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম ও গ্রামের ঠিকানা জানা যায়নি। ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চোর সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা বীরগঞ্জ এলাকাতেই লুকিয়ে আছে।