কাহারোল প্রতিনিধি \মাদক বিরোধী অভিযান চালিয়ে দিনাজপুরের কাহারোলে গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর আলম নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুরের একটি দল।
রবিবার দিনাজপুরের কাহারোলে মাদকবিরোধী এ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।
আটক মোঃ জাহাঙ্গীর আলম (৩৮) দিনাজপুরের কাহারোল উপজেলায় রামচন্দ্রপুর ইউপি এলাকার মো: মাইনুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিএনসি জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, রবিবার মাদকবিরোধী অভিযান চালিয়ে দিনাজপুরের কাহারোলের রামচন্দ্রপুর ইউপি এলাকায় মোঃ জাহাঙ্গীর আলমকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।এ ঘটনায় অভিযুক্ত মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১। তিনি আরও জানান,নিয়মিত অভিযান চলছে। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সকলকে সহযোগিতার আহŸান জানান।