শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

১০দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদনে ফিরলেও আবার বন্ধ হয়ে গেল ১নং ইউনিট

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ যান্ত্রিক ত্রæটির কারণে দশ দিন আগে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে; কিন্তু চালু থাকা ১নং ইউনিটটির বয়লারের পাইপ ফেটে সকাল থেকে বন্ধ হয়ে গেছে।
বুধবার রাত পোনে ৮টায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট থেকে ১৬০-১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি চালু রাখতে প্রতিদিন ১ হাজার ৬শ’ মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়।
বুধবার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, বুধবার (৩০ জুলাই) রাত পোনে ৮টা থেকে তৃতীয় ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। যান্ত্রিক ত্রæটির কারণে ২১ জুলাই ইউনিটটি বন্ধ হয়ে যায়। এটি চালু হওয়ার ফলে উত্তরাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমে আসবে।
জানাগেছে, গত ২১ জুলাই ভোরে যান্ত্রীক ত্রæটি দেখা দিলে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিটটি বন্ধ হয়ে যায়। একইদিন বেলা ১টার দিকে ওই কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরেরদিন, ২২ জুলাই রাত ১২টার দিকে ১২৫ মেগাওয়াট ১নং ইউনিটটি চালু হয়। ১২৫ মেগাওয়াটের ১নং ইউনিট থেকে প্রতিদিন ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ১নং ইউনিটটি সচল রাখতে দৈনিক ৭শ’ থেকে ৮শ’ মেট্রিক টন কয়লা দরকার পড়ে। অপরদিকে ২০২০ সালের নভেম্বর থেকে ৪ বছর ৮ মাস ধরে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ২নং ইউনিটি বন্ধ রয়েছে। ২নং ইউনিট দিয়ে প্রতিদিন ৬৫/৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।
এদিকে বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা থেকে তৃতীয় ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনে ফিরলেও এইদিন সকালে বয়লারের পাইপ ফেটে ১নং ইউনিটটি বন্ধ হয়েগেছে। এটি চালু হতে ৩-৪ দিন সময় লাগবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদনকৃত কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডে মজুত রয়েছে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা। ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য প্রতিদিন প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। তবে, কখোনো তিনটি ইউনিট একই সাথে চালানো সম্ভব হয়নি।
খনি কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ২৩ জুন থেকে খনির ১৩০৫ ফেইজের মজুত শেষ হওয়ায় বর্তমানে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। খনির ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপনের কাজ চলছে। আগষ্টের প্রথম সপ্তাহে কয়লা উত্তোলন শুরু হবে আশা করছেন খনি কর্তৃপক্ষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

দিনাজপুরে কারিগরী প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সনদপত্র বিতরণ

তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিসকার নামাজ আদায়

“৫ টাকার হাট” হাসি ফুটিয়েছে সুবিধা বঞ্চিত মানুষের মুখে

কাহারোলে সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম গতিশীলতা আনয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিরলে বিনামুল্যে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আটোয়ারিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ

তেঁতুলিয়া সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যার ৯ মাস পর মরদেহ ফেরত দিল ভারত

শুক্রবার ৩০জুলাই প্রঢারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি

রাণীশংকৈল নির্মাণ শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি আল আমিন সম্পাদক সুমন পাটোয়ারী