পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে ও প্রেসক্লাব সহসভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মর্তুজা আলম, জামায়াতে ইসলামের প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম, জুলাই গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা আবু সালেহ মোঃ সিয়াম, সাকিব আহমেদ সোহান, আলমগীর কবীর, মেজবাউল পারভেজ সূর্য, নীলিমা প্রমুখ। সভার শুরুতে জুলাই অভ্যুত্থানর শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা ও জুলাই অভ্যুত্থানর শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের শার শারীরিক সুস্থতা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।