এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও)প্রতিনিধি: বালিয়াডাঙ্গী থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা আসামী ধরতে গিয়ে ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আফাজ উদ্দীন (৪০) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, এসআই আব্দুস সোবহান ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ১৮ সেপ্টেম্বর শনিবার ভোরে উপজেলার সনগাঁও গ্রামের মৃত আমজাদ হোসেন চৌধুরীর ছেলে গ্রেপ্তারী পরোয়ানা আসামী আফাজ উদ্দীনকে ধরতে গিয়ে তার শাটের পকেট তল্লাসী করে ৪০ পিস ইয়াবা ও তার বিছানার নিচে প্রায় পৌনে এক কেজি গাঁজাসহ তাকে আটক করে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। বালিয়াডাঙ্গী থানার (ওসি তদন্ত) আব্দুস সবুর জানান, গ্রেফতারী পরোয়ানা আসামী আফাজ উদ্দীনের নামে আরও ৫টি মাদক মামলার তালিকা রয়েছে।