মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে জামায়াতের গণমিছিল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৫, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে দিনাজপুরে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১২টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে শেষ হয়।
এর আগে ইনস্টিটিউট মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো, দিনাজপুর সদর আসনের মনোনয়ন প্রার্থী এ্যাডভোকেট মাইনুল আলম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেল।
সমাবেশে বক্তারা বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগামীতে আর যেন কোন স্বৈরাচার বাংলাদেশে মাথাচারা দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।
ফুলবাড়ী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\গণভ্যুত্থান দিবস উপলক্ষে ফুলবাড়ীতে উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫আগস্ট) বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে এই গণমিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সমাবেশ ও আলোচনা শেষে যোহরের নামাজের পর শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ আসনের জামায়াত ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান, জেলা ইউনিট সদস্য মনজুরুল কাদের বাবু, বৃহত্তর দিনাজপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জেলা ইউনিট সদস্য সুলতানুল আলম, পৌর জামায়াতের আমীর মাওলানা জয়নাল আবেদীন, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইমরান হোসেনসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।পরে বাসস্ট্যান্ড জামে মসজিদে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। যোহরের নামাজ শেষে জুলাই বিপ্লবে শাহাদাৎ বরণকারী যোদ্ধাদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসুচি শেষ হয়।
হাকিমপুর
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ হাকিমপুর উপজেলা শাখা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় হিলির চারমাথা মোড় থেকে গণমিছিল বের করে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা জামাতের আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা (দক্ষিন) জামায়াতের আমীর আনারুল ইসলাম, হাকিমপুর পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফসহ অনেকে।
পার্বতীপুর
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি–ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ম বর্ষে আজ মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে দিনাজপুরের পার্বতীপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশ পার্বতীপুর উপজেলা শাখা ও উপজেলা বিএনপি পৃথক পৃথক সমাবেশ গণমিছিল এবং আলোচনা সভা ও বিজয় রেলী করেছে। বিএনপির কর্মসুচীতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক পৌর মেয়র এজেড এম মেনহাজুল হক। জামায়াতের নেতৃত্ব দেন উপজেলা আমির সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। জামায়াতে ইসলামী বাস টার্মিনালে সমাবেশ করার পর তাদের একটি গণ মিছিল শহর প্রদক্ষিন করে। অপর দিকে উপজেলা বিএনপি শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ শেষে গোটা শহরে বিজয় রেলী প্রদর্শন করে। দুটি মিছিলই ছিল দৃষ্টি নন্দিত।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ ঘোড়াঘাটে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় ঘোড়াঘাট উপজেলা বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু সহ আরও অনেকে। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে এ দিবস উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়। তার আগে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারী ইমরান হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরাসদস্য আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শহরের বাড়ি থেকে বিষধর ‘পদ্ম গোখরা’ উদ্ধার

আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা

চিনিকলের জমি সম্পদ লুটপাট ও ষড়যন্ত্র রুখতে বাম গণতান্ত্রিক জোটের ঠাকুরগাঁওয়ে সমাবেশ

রাণীশংকৈলে চিরনিদ্রায় শায়িত হলেন-শেফালী

ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত-১১৪ জন

জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভা

রামপুরে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন

ঠাকুরগাঁওয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের প্রকল্পের টাকায় চেয়ারম্যানের পকেটে– ডিসির কাছে অভিযোগ

ক্ষেতে ৪০ টাকায় ১বস্তা শসা, বাজারে ১৫ টাকা ১ কেজি

হরিপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত