পঞ্চগড় প্রতিনিধি\ ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে পঞ্চগড়ে বিজয় মিছিল করেছে বিএনপি। গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বর্ণ্যাঢ্য বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়। বিজয় মিছিলে জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। পরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহŸায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বক্তব্য রাখেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমাদের নেতার এই ম্যাসেজটি গ্রামে গঞ্জে স্কুল কলেজে শহরে বন্দরে তরুণদের কাছে পৌছে দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমাদেরকে বাকরুদ্ধ করেছে। যারা স্বীকৃত রাজাকার যারা এই দেশের স্বাধীনতাকে শিকার করে নাই তাদের ছবির সাথে ২৪’র আন্দোলনের শহীদদের ছবি মিলিয়ে দিয়েছে। একটি দল ৭১ কে ২৪’র সাথে মিলিয়ে দেয়ার চেষ্টা করছে। প্রিয় নেতা তারেক রহমান বার বার বলেছেন ৭১ এ আমরা ভূখন্ড পেয়েছি, মানচিত্র পেযেছি, জাতীয় সঙ্গীত পেয়েছি। আর ২৪’র আন্দোলন আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। কাজেই দুইটাকে একসাথে মেলানোর চেষ্টা করবেন না।