দিনাজপুর প্রতিনিধি \
সরাসরি উৎপাদক কৃষকের নিকট থেকে ৫০লক্ষ টন ধান ক্রয়, গ্রামীণ গরীব কৃষক খেতমজুর ও শ্রমজীবীদের জন্য স্বল্প মূল্যে রেশন চালু,সার-বীজ-সেচ-কীটনাশকে পর্যাপ্ত ভর্তূকী প্রদানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্বারকলিপি দিয়েছে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল ১১টায় কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের দিনাজপুর জেলা সমন্বয়ক মনিরুজ্জামান মুনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা সভাপতি আকতার আজিজ, বাংলাদেশ কৃষক সমিতির জেলা সভাপতি দয়ারাম রায়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাংলাদেশ কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হাসান সিদ্দিকী, জাতীয় কৃষক খেতমজুর সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হয়।