আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরে আদিবাসী নারী শক্তি মঞ্চ ও আদিবাসী নারী পরিষদের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরে আদিবাসী নারী শক্তি মঞ্চ ও আদিবাসী নারী পরিষদের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের প্রতিটি দেশেই রয়েছে আদিবাসী। একটি দেশের উন্নয়নে তাদের অবদান ও অর্জনকে স্বীকৃতি দিতেই জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৮২ সালের ৯ আগস্ট জেনেভায় জাতিসংঘের বৈঠকের পর দিবসটি নিয়ে কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ নির্ধারণ করে প্রতি বছরের ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।
আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুর সদর শাখার সভাপতি শিবানী উড়াও-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাগদালেনা সরেন, দিনাজপুর সদর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সহ-সভাপতি রুনু মিনজী, নীলফামারী জেলার সৈয়দপুর সেন্ট জেরোজা স্কুলের সহকারী শিক্ষক মানিক মুরমু, আদিবাসী নারী পরিষদ কেন্দ্রীয় শাখার সভাপতি বাসন্তি মুুর্মু, আদিবাসী নারী শক্তি মঞ্চ দিনাজপুর সদর শাখার সহ-সভাপতি সুমিত্রা বেসরা, আদিবাসী নারী শক্তি মঞ্চ কেন্দ্রীয় শাখার সভাপতি রানী হাসদা, বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি বিশ্বনাথ সিং, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের মনিরুজ্জামান জুয়েল, আদিবাসী নেত্রী রেখা হাসদা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, আদিবাসী জাতিসত্তার জীবনধারা, মৌলিক মানবাধিকার, ভাষা ও সংস্কৃতি, আত্মনিয়ন্ত্রণাধিকার সম্পর্কে সদস্য রাষ্ট্র, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সম্প্রদায়, নাগরিক সমাজ, গণমাধ্যম, সংখ্যাগরিষ্ঠ জনগণ সবাই আরও বেশি সচেতন হবেন, সংবেদনশীল হবেন। আদিবাসী মানুষ মানবাধিকার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। সম্পূর্ণ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে ঠেলে দেওয়া হয়েছে। ক্রমাগতভাবে ওদের ভ‚মি অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। নিজ ভ‚মিতে পরবাসীতে পরিণত হওয়া এই সব মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা তো দূরের কথা, এখন আত্মপরিচয়, মাতৃভাষা, সংস্কৃতি ও অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। তাই কাউকে পেছনে ফেলে নয় বরং একটি সমতাভিত্তিক সমাজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে হলে আদিবাসীকে সঙ্গে নিয়েই একটি দেশকে এগিয়ে যেতে হবে।
আদিবাসী নারী শক্তি মঞ্চ কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মুর সঞ্চালনায় আলোচনার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পূর্বে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।